খুলনা: জেলার পাইকগাছা উপজেলায় আদালতের পর এবার বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) কোনো এক সময় খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন পাইকগাছার সলুয়াস্থ পল্লী বিদ্যুতের সাবস্টেশনে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার বাংলানিউজকে বলেন, কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পল্লী বিদ্যুৎ সমিতির কপিলমুনি কেন্দ্রের লাইন ইনচার্জ (টেকনিশিয়ান) চঞ্চল কুমার সরকার জানান, কপিলমুনির সলুয়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশনে আগুন দেওয়া হয়। তবে বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে প্রথমে লাইন বন্ধ ও তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন সেখানে কর্মরত শ্রমিকরা। ফলে সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. সাইফুল ইসলাম, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা এজিএম মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তফসির উদ্দীন, হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিত কুমার ও এসআই শাহজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের ধারণা, নির্বাচনকে সামনে রেখে কোনো গোষ্ঠী জনগণের মনে ভয় ধরাতে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাতে পারে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এমআরএম/এফআর