ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেপ্তার প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলার গুইমারায় চুরির মামলার সাজাপ্রাপ্ত মো. ফারুক প্রকাশ শিমুল (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সকালে রামগড়ের থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিমুল গুইমারার হাজীপাড়া এলাকার বাসিন্দা মো. হারুনের ছেলে।

২০০৭ সালে এক চুরির মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের সাজা হয় শিমুলের। দীর্ঘসময় ধরে তিনি পলাতক ছিলেন। সবশেষ গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন বাংলানিউজকে জানান, গ্রেপ্তার শিমুলকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।