ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭৫ দিন পর খুলল বিএনপি কার্যালয়, চলছে ধোয়ামোছা

ডিএইচ বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
৭৫ দিন পর খুলল বিএনপি কার্যালয়, চলছে ধোয়ামোছা বিএনপি কার্যালয় খুলে চলেছে ধোয়ামোছার কাজ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দীর্ঘ ৭৫ দিন পর তালা খুললো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের। এখন চলছে ধোয়া-মোছার কাজ।

পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।

ছবি: ডিএইচ বাদল

কার্যালয়ে চলছে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ভেতরে প্রবেশ করতেই দেখ যায় ছড়িয়ে আছে আসবাবপত্র। প্রতিটি জিনিসপত্রে জমে আছে ধূলোবালির স্তর।

কয়েকজন পরিচ্ছন্নকর্মী ঘরগুলো ঝাড়ু দিচ্ছেন। কেউ কেউ কাপড় দিয়ে আসবাবপত্রগুলো থেকে ধুলো ঝাড়ছেন।

ছবি: ডিএইচ বাদল

ঘরের লাইটগুলো অনেকটাই বিকল হয়ে গেছে। সেগুলো সারাতে ডেকে আনা হচ্ছে ইলেকট্রিশিয়ান।

নেতাকর্মীরাও ধোয়ামোছার কাজে লেগে গেছেন। এরই মধ্যে অনেক উৎসুক জনতা ভেতরে প্রবেশ করে ছবি তোলায় ব্যস্ত।

বাইরে জমা হয়েছেন শত শত নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত পল্টন বিএনপি অফিস এলাকা।

ছবি: ডিএইচ বাদল

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই তালা ঝুলছিল সেখানে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।