ঢাকা: নতুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গিকার।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মৎ্যে ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমিষের সহজলভ্যতার জন্য এরই মধ্যে আলোচনা হয়েছে। টিসিবির মতো তার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন পণ্য ভ্রাম্যমাণ বিক্রি করার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সমুদ্রে মাছ আহরণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। এ মন্ত্রণালয়ের বিষয়ে বিস্তারিত বলতে হলে আমাকে আরও বুঝতে হবে৷ এরপর আমি বলতে পারবো।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
জিসিজি/জেএইচ