ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুটপাতে মিলল অচেতন ভবঘুরে, চিকিৎসকের মৃত ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ফুটপাতে মিলল অচেতন ভবঘুরে, চিকিৎসকের মৃত ঘোষণা

ঢাকা: রাজধানীর শাহবাগ পলাশীর মোড়ে থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২২জানুয়ারি) দুপুর সোয়া ২টার কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসেন।

শিক্ষার্থী মো. মেহেদী হাসান জানান, তারা পলাশীর বাজারের সামনে যাচ্ছিলেন। তখন দেখতে পায় ওই ব্যক্তি পলাশী বাজার ফুটপাতে পড়ে আছেন। তার নাক দিয়ে রক্ত ঝরছে। তখন দ্রুত একটি রিকশা যোগে তারা কয়েকজন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।