ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

সোমবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ কথ্য জানা গেছে ৷ মাশরাফি ছাড়া হুইপ হিসেবে আরও চারজন নিয়োগ পেতে পারেন বলেও সূত্রটি থেকে জানা যায়।

তারা হলেন- ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদেও হুইপ ছিলেন।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরীকে (লিটন) মনোনীত করা হয়। তিনি একাদশ সংসদেও চিফ হুইপ ছিলেন।

সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি পেলে রাষ্ট্রপতি চিফ হুইপসহ হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।