ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
নগরকান্দায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ফরিদপুর: এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে বাবুল মোল্ল্যা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার বাবুল জেলার সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের রুস্তম মোল্ল্যার ছেলে।  

এর আগে এদিন ভোরে নগরকান্দার কুঞ্জিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়। বাবুল ভাঙ্গার হামিরদীর নওপাড়া এলাকার এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। ওই কলেজছাত্রী ভাঙ্গার একটি কলেজে লেখাপড়া করেন।  

লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজছাত্রীকে ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন গ্রেপ্তার বাবুল। তিনি মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকাসহ ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বাবুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।