ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
নাটোরে অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত প্রতীকী ছবি

নাটোর: নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও স্ত্রী রওশন আরা (৪০)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু রায়হান জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের যাত্রীবাহী একটি বাস রাজশাহী যাচ্ছিল। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছী টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহিম নামে অপর একজন যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।