ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ট্রাকচাপায় যুবক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
মৌলভীবাজারে ট্রাকচাপায় যুবক নিহত জনি হায়দার

মৌলভীবাজার: মৌলভীবাজারে ট্রাকচাপায় জনি হায়দার নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের ওয়াপদা সড়কের সোনা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জনি হায়দার মৌলভীবাজার শহরের বিআরটি কার্যালয়সহ আশপাশের এলাকার পরিচিত মুখ।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনি বিকেলে শহরের ওয়াপদা সড়কের সোনা ভবনের সামন দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে যে মোটরসাইকেলটি চালিয়ে জনি হায়দার ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন, সেটি শহরের শেখ জহির মোটরর্সের স্বত্বাধিকারী শেখ জহির নামে এক ব্যবসায়ীর।
 
যোগাযোগ করা হলে শেখ জহির বলেন, আমি জায়গার দলিল রেজিস্ট্রারি করতে আমার পালসার ব্রান্ডের মোটরসাইকেল চালিয়ে সাবরেজিস্ট্রার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে জনি কিছুক্ষণের জন্য মোটরসাইকেলটি আমার কাছে চাইলে আমি দিয়ে দেই। এর কিছুক্ষণ পরই খবর পাই দুর্ঘটনার।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
বিবিবি/এএটি                     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।