ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।

এক শুভেচ্ছাবার্তায় জর্জিয়ার প্রধানমন্ত্রী লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনর্নির্বাচনের জন্য জর্জিয়া সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।

পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি।  

জর্জিয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।