ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের প্রতীকী ফটো।

ঢাকা: রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রাতে এই তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ি সরকারি উপরিদর্শক (এএসআই) সানুমং মারমা।

তিনি জানান, রাজধানীর কাওলা রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।