ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে দাঁড়িয়া থাকা ট্রাক্টরকে বাসের ধাক্কা, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
গাংনীতে দাঁড়িয়া থাকা ট্রাক্টরকে বাসের ধাক্কা, আহত ৪

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়া থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি মাটিবাহী ট্রাক্টরকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ট্রাক্টরচালক মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (৩০), তার সহকারী (হেলপার) মালিকুল ইসলাম, গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের একতার হোসেনের ছেলে জলি মিয়া (৩৫) ও বাদিয়াপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার (২৮)।  

স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া-সড়ক সংস্কারের কাজ চলছে। রাস্তার পাশের মাটি ভরাটের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস এসে সাইডে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক্টরচালক বাবু ও তার সহকারী মালিকুল আহত হন। এছাড়া আহত হন বাসের দু’জন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।