ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার কাছে মোদির অভিনন্দনবার্তা পৌঁছে দিয়েছেন অজিত দোভাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
শেখ হাসিনার কাছে মোদির অভিনন্দনবার্তা পৌঁছে দিয়েছেন অজিত দোভাল 

ঢাকা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধীর জয়সওয়াল জানিয়েছেন, অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দনবার্তা তার কাছে পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রান্ধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দুদেশের মধ্যে গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি দেশটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো, টানা চতুর্থবার, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভারত মনে করে এ নির্বাচনকে কেন্দ্র করে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়াটা একটি রুটিন ওয়ার্ক ও সাধারণ সৌজন্যতা।  

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সপ্তাহে ঢাকা সফর করেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।