ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
নলছিটিতে শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিক লীগ কর্মী ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।  

জানা গেছে,শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বাংলানিউজকে বলেন, আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর খবর এখনো জানতে পারিনি।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।