ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে শ্যালিকার স্বামীর লাঠির আঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
হবিগঞ্জে শ্যালিকার স্বামীর লাঠির আঘাতে যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শ্যালিকাকে গালি দেওয়ার জেরে শ্যালিকার স্বামীর লাঠির আঘাতে বাবলু মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বাবলু নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাবলু মিয়া গত মঙ্গলবার তার শ্যালিকা নাঈমা আক্তারের স্বামীর বাড়িতে গিয়ে নাঈমাকে গালাগাল দেন। এ সময় নাঈমার স্বামী আকবর মিয়া সেখানে এসে বাবলুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।

এতে রক্তাক্ত আহত বাবলুকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

জানা গেছে, সিলেটে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে বাবলুর মরদেহ দাফন করা হয়েছে। বাবলু জাফলংয়ে শ্রমিকের কাজ করতেন। তার দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, মামলা দায়েরের পর ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।