ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতখানে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
দৌলতখানে প্রতিপক্ষের হামলায় যুবক  খুন

ভোলা: ভোলার দৌলতখানে প্রতিপক্ষের হামলায় আসিফ (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

 

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে।

আসিফ উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের বাবুলের ছেলে।

স্থানীয় সূত্র  জানিয়েছে, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আসিফের সঙ্গে একই এলাকার কবির ও ফাহাদের দ্বন্দ্ব হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে আসিফ নিহত হন। এসময় আহত হন পাঁচজন।

তবে পুলিশ বলছে, প্রেম ঘটিত কারণ নিয়ে শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আফিসকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।