ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালত দেখেই পালালেন ওষুধ ও মুদি দোকানিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
ভ্রাম্যমাণ আদালত দেখেই পালালেন ওষুধ ও মুদি দোকানিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত দেখেই দোকান বন্ধ করে পালিয়ে গেছে ওষুধ ও মুদি দোকানদাররা।

শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর যৌথ নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান চলে।

 

এসময় মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে ৩ দোকানিকে জরিমানা করা হয়।  

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এই সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার এবং মাহদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারির মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পেয়ে এবং দাম বেশি নেওয়ায় আরও ২ তরমুজবিক্রিতাকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।  

অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশী নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এই সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও এসআই সোহাগ সাহা উপস্থিত ছিলেন। অভিযানকে সাধুবাদ জানান সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।