ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় তদন্ত ক‌মি‌টি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় তদন্ত ক‌মি‌টি 

টাঙ্গাইল: টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে।

 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।  

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। খবর পেয়ে গভ‌ীর রাত ২টার দি‌কে ক্রেনের সহায়তায় ক্ষ‌তিগ্রস্ত ট্রেনের ব‌গি উদ্ধার করা হয়। প‌রে রি‌লিফ ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়। ট্রেন‌টি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় বি‌ভিন্ন স্টেশ‌নে ক‌য়েক‌টি ট্রেন আটকা প‌ড়ে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।  

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দেবে।  

তি‌নি আরও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এ ঘটনা কিনা বা কি কার‌ণে ট্রেনটি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।  

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।