ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
চকরিয়ায় যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আবদুর রহমান নামে এক যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবদুর রহমান ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার ইফতারের সময় মালুমঘাট বাজারের একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রহমান। হঠাৎ অস্ত্রধারী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ডুমখালী এলাকায় নিয়ে তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। পরে নিহত আবদুরের লাশ রেললাইনের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।