সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। এরপর ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে গাবুরার বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। তবে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে এখনো কোনো জিওব্যাগ দেওয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমাণ প্রায় ২০০ ফুট। ভাঙন ক্রমেই বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের সবকিছু ভেসে যাবে।
তাঁরা আরও জানান, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছেন। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেবেন।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএ