ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মো. সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় ১১৬ নম্বর ক্লাস্টারে এ হত্যাকাণ্ড ঘটে।  

নিহত সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা।  

ভাসানচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোহিঙ্গা নাগরিক সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারে বসবাস করতেন। ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় তিনি সবজি চাষ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে ১১৬ নম্বর ক্লাস্টারে বাবাকে সকালের নাশতা দিয়ে যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে একই স্থানে তার ছেলে বাবার জন্য দুপুরের ভাত নিয়ে যান। ভাত নিয়ে গিয়ে তাকে দেখতে না পেয়ে ১১৬ নম্বর ক্লাস্টারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে তিনি তার বাবার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে অন্য ক্লাস্টারের লোকজন ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

এসআই নুর হোসেন জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এসআই

     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।