ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) বিকেল ৫টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। তিনি এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, রোববার বিকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা মুন্সীপাড়া গ্রামের মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মেম্বার মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বজ্রপাতে মিরাজ মুন্সী নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।