ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৭ নারী-পুরুষ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৭ নারী-পুরুষ আটক

ফরিদপুর: ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।

 

সোমবার (১৩ মে) দুপুরে ফরিদপুর শহরের হোটেল হ্যাভেনসি, হোটেল রয়েল প্যালেস ও হোটেল গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।  

তিনি বাংলানিউজকে বলেন, ফরিদপুর শহরের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

ওসি আরও জানান, যে সব আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলতো সেসব আবাসিক হোটেলের মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে মানবপাচার আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।