ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
চাঁদপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় আয়শা ব্রিক ফিল্ড এবং মহসিন-ইমাম ব্রিক ফিল্ড নামে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ভাটা দুইটিতে পানি মেরে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১৫ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

এদিন সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় উপজেলার গল্লাক বাবাজর এলাকার আয়শা ব্রিক ফিল্ডকে ২ লাখ এবং গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিক দমকল বাহিনীর সহায়তায় ইটভাটায় পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল এবং উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।