ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির রাজস্ব বিভাগ শনিবার খোলা থাকবে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ডিএনসিসির রাজস্ব বিভাগ শনিবার খোলা থাকবে 

ঢাকা: ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন, হোল্ডিং ট্যাক্স এবং ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের ভাড়া পরিশোধের সুবিধার্থে আগামী ৩০ জুন পর্যন্ত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবারে খোলা থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এক অফিস আদেশ জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, কার্যদিবস ছাড়াও সসরকারি সাপ্তাহিক ছুটির দিন ডিএনসিসির ১০টি অঞ্চলের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। রাজস্ব বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি মঞ্জুর করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চিঠি সংশ্লিষ্ট সবার কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।