ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রতিবেশী নিয়ে রুমের দরজা ভাঙলেন মা, বিছানায় মিলল ছেলের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
প্রতিবেশী নিয়ে রুমের দরজা ভাঙলেন মা, বিছানায় মিলল ছেলের মরদেহ

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে হাসিজুল হক সাকিব (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭মে) দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় খিলগাও থানা পুলিশ।

মৃত সাকিবের বন্ধু আরিফ হোসেন জানান, সাকিবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাজলী গ্রামে। বাবা ইমদাদুল হক অনেক আগেই মারা গেছেন। মা হালিমা বেগমের সঙ্গে খিলগাও দক্ষিণ বনশ্রীর ই ব্লকের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন। আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তবে বর্তমানে বেকার ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সাকিব ছিলেন বড়। ছোট ভাই সিলেটে পড়াশোনা করেন।

তিনি আরও জানান, সাকিবের মা তাকে বাসায় রেখে দুই দিন আগে নরসিংদীর মাধবদীতে সাকিবের নানা বাড়িতে যান। গতকাল কয়েকবার ফোন দিলেও সাকিব ফোন রিসিভ করছিল না। পরে প্রতিবেশীদের ফোন দিয়ে সাকিবের খবর নিতে বলেন। পরে প্রতিবেশীরা রুমের দরজা ভেতর থেকে বন্ধ পায়। আজ সকালে সাকিবের মা ঢাকায় এসে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে সাকিবকে বিছানায় মৃত অবস্থায় পান। পরে পুলিশকে অবহিত করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, দক্ষিণ বনশ্রী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় ওই যুবক একাই ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।