ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২০, ২০২৪
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁ: নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খান বাবলু প্রমুখ।

উদ্বোধনের সময় দুইজন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিকটন ধান এবং একজন মিলারের কাছ থেকে ৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১৮৬৮ মেট্রিকটন ধান ও ৩৪ জন মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ৩৫১১ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ৪৮ মেট্রিকটন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।