ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ মো. হাসিম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৬ মে) রাতে নয়াগোলা ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

 

গ্রেপ্তার হাসিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনি (২ নম্বর গলি) এলাকার মো. নুর হাসানে ছেলে।

র‌্যাব জানায়, রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে একটি অভিযানিক দল তৎক্ষণাৎ অভিযান চালায়।  

পরে সদর থানার নয়াগোলা এলাকা থেকে সন্দেহজনক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি তিনটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।