নীলফামারী: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা রুটের ৬ ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরের পর ফ্লাইটগুলো বাতিল হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্ধ্যার পর থেকে নীলফামারীতে বৃষ্টিও হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো ফ্লাইট উড্ডয়ন ও নামতে পারেনি। যে কারণে দুপুরের পর থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলার দুটি, নভো এয়ারের দুটি, এয়ার অ্যাস্ট্রা ও বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট বাতিল করা হয়।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে