ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর-ঢাকা রুটের ৬ ফ্লাইট বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
সৈয়দপুর-ঢাকা রুটের ৬ ফ্লাইট বাতিল

নীলফামারী: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা রুটের ৬ ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের পর ফ্লাইটগুলো বাতিল হয়।

এতে যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়েন। নিকটবর্তী যাত্রীরা বাড়ি ফিরে যান।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্ধ্যার পর থেকে নীলফামারীতে বৃষ্টিও হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো ফ্লাইট উড্ডয়ন ও নামতে পারেনি। যে কারণে দুপুরের পর থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলার দুটি, নভো এয়ারের দুটি, এয়ার অ্যাস্ট্রা ও বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।