নীলফামারী: প্রায় ৪ ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। ত্রুটিপূর্ণ বিমান রানওয়ে থেকে সরিয়ে বন্দর সচল করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণের পর সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। বিমানটি রানওয়েতে থাকায় বন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। বিমানটির ত্রুটি সারানোর চেষ্টা করে বিফল হয়ে তা পার্কিংয়ে সরিয়ে নেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। তিনি বলেন, বিমানের ত্রুটি সারাতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ত্রুটি সারানো যায়নি। এ কারণে ফ্লাইট চালু করতে ত্রুটিপূর্ণ বিমানটি পার্কিংয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এফআর