ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় বাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ৫, ২০২৪
খুলনায় বাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

খুলনা: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-  ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার ইসমাইল গাজী (৬০), মটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবা‌সী সূ‌ত্রে জানা যায়, বড়দাল থেকে ছেড়ে আসা ইঞ্জিনচালিত অটোভ্যান এবং পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া নাম্বারবিহীন মোটরসাইকেল উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী গ্রামের পাইকগাছা-কয়রা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।