ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে নাজিমউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিমউদ্দিন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।  

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওছার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় জানান, ঝিনাইদহগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মধুখালীগামী নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাজিমউদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা আনা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।