ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাসেলস ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
রাসেলস ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে রাসেলস ভাইপার মনে করে একটি অজগরের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

রোববার (২৩ জুন) সকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে এমন ভুল এড়াতে তাদের আরও সতর্কতা অবলম্বনসহ বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে  শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

স্থানীয়রা জানান, বেশ বড় আকারের সাপটিকে দেখে রাসেলস ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত সাপটিকে পিটিয়ে হত্যা করেন।
পরে তারা জানতে পারেন এটি রাসেলস ভাইপার নয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা ‌এ.এইচ.এম শরিফুল ইসলাম মণ্ডল জানান, রাসেলস ভাইপার আতঙ্কে যে সাপটিকে মেরে ফেলা হয়েছে, সেটি মূলত একটি অজগর সাপের বাচ্চা। যা বিষাক্ত নয়। জনসাধারণের জন্য বিপজ্জনক নয়।

এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ঘটেছে বলে মনে করেন তিনি। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।