সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে অতিক্রম করছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে মাঝারি বন্যা শুরু হয়েছে।
শনিবার (৬ জুলাই) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর জানান, জেলার পাঁচটি উপজেলায় চার হাজার ৬৩০ হেক্টর ফসলি জমিতে পানি উঠেছে। তলিয়ে গেছে অনেক ফসল। পানিতে নিমজ্জিত ফসলগুলোর মধ্যে আউশ ধান, পাট, তিল, তিশি ও কলা অন্যতম। পানি নেমে যাওয়ার পর ক্ষতির পরিমাণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এসএম