ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয় কাজ।
রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, রাজনীতিতে এ ধরনের ঘটনা নিন্দনীয়। এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। আমাদের দেশেও পুড়িয়ে মানুষ হত্যা করা হয়। যা রাজনীতি ও আইন বিরোধী।
রোববার (১৪ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
টি আর/জেএইচ