সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার শ্রাবনী নিটওয়্যার কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিস দুইটি ও সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, আমাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৭টার দিকে ঘটনা হওয়ায় কারখানায় শ্রমিক ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণসহ বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এফআর