ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিটিভি ভবনে আগুন, বাধার মুখে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
বিটিভি ভবনে আগুন, বাধার মুখে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের ভেতরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল বিটিভির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং এরপর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওয়ানা দিলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

এদিকে বিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি পোস্টে বলা হয়েছে, “বিটিভিতে ভয়াবহ আগুন।
দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।