ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুধবার খুলছে অফিস, সূচিতে পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৪
বুধবার খুলছে অফিস, সূচিতে পরিবর্তন

ঢাকা: উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির পর সব সরকারি-বেসরকারি অফিস আগামী বুধবার (২৪ জুলাই) খুলছে। তবে অফিসসূচিতে এসেছে পরিবর্তন।

 বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে সরকার ২১ ও ২২ জুলাই (রোববার ও সোমবার) দুদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ আগামী বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে বলবৎ থাকবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।