চাঁদপুর: দেশের দক্ষিণাঞ্চল চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে আজ বুধবার।
রাজধানী ঢাকায় চলমান কারফিউ- এর বিষয়টি বিবেচনায় নিয়ে সীমিত আকারে লঞ্চ চালু হয়েছে।
আজ বুধবার (২৪ জুলাই) চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র ২টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা। আর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে একটি।
চাঁদপুর থেকে ‘এমভি বোগদাদীয়া-১৩’ নামের লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে দুপুর ১২টায়। এর একঘণ্ট পর দুপুর ১টায় ছাড়বে ‘এমভি আবে জমজম’ নামের লঞ্চ। এরপর আজ সারাদিনে আর কোনো লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার পথে ছাড়বে না।
এছাড়া আজ নারায়ণগঞ্জের উদ্দেশে দুপুর ১টায় ‘এমভি হাসেম’ নামে একটি লঞ্চ চাঁদপুরঘাট ছেড়ে যাবে।
চাঁদপুর বন্দরের উপ-পরিচপালক (ট্রাফিক বিভাগ) মো. বসির আলী খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ -এ ঢাকার সঙ্গে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চাঁদপুর, বরিশালসহ সারা দেশের।
যদিও সড়ক পথে যোগাযোগ গত ১৫ জুলাই থেকেই প্রায় বন্ধ ছিল। এরপর ১৭ জুলাই থেকে নৌপথেও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসএএইচ