ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১), মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস ও কুমিল্লার মুরাদনগর উপজেলার টংকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাব্বির মোটরসাইকেলে করে নবীনগর আসার পথে চারপারা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা রাব্বির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাব্বিরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী রাব্বি ও পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।