ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিমা কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিমা কর্মী নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুবুরিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শাকিল আহমেদ (৩২) নামে এক বিমা কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাকিল কাপাসিয়া উপজেলার একডালা এলাকার আবির মিয়ার ছেলে। তিনি ঢাকায় ভাড়া বাসায় থেকে একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর থেকে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন শাকিল। এক পর্যায়ে কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া অটোরিকশায় থাকা অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।