ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পুঁজিবাজারে অস্থিরতা দেখা দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৬ ও ১৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৪২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ২০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২৮টি কোম্পানির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্নি সিস্টেম, টেকনো ড্রাগ, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার লিমিটেড, বিএটিবিসি, সী পার্ল ও ফার ইস্ট নিটিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।