ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ সুশান্ত সরকার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা নিয়ে সুশান্ত সরকার (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুশান্ত শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।  

নিহতের পরিবারের সদস্যরা জানায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিল। সম্প্রতি সুশান্ত আশিকের কাছ থেকে মোটরসাইকেল বিক্রির ৩০ হাজার টাকা পাওনা ছিল। বিষয়টি নিয়ে আশিক প্রায়ই সুশান্তকে হুমকি দিত। রোববার রাতে আশিক টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে সুশান্তকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। সকালে মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পাওয়া যায়।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।