ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষক দল নেতা বাবুলের সমর্থকদের ওপর হামলা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
কৃষক দল নেতা বাবুলের সমর্থকদের ওপর হামলা, নিহত ১

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ হামলায় কবির ভূঁইয়া (৫৫) নামে বাবুলের এক সমর্থক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।

শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। বাবুল নগরকান্দার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত।

বাবুলের সমর্থকদের অভিযোগ, শামা ওবায়েদের সমর্থকেরা এ হামলা করেন। বেলা ১১টার দিকে দুই সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

সংঘর্ষে নিহত কবির ভুইঁয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী জানান, সকালে কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল একটি মোটর শোভাযাত্রা নিয়ে ভাঙ্গা গোলচত্বর থেকে নগরকান্দার জয় বাংলা মোড় যান। নগরকান্দা বাজারে ও তালমার মোড়ে পথসভা করে ফরিদপুর শহরে জনসভা করতে যাওয়ার কথা ছিল তাদের।

সকালে নগরকান্দা বেইলি সেতুর বাজারের দিকে বাবুলের সমর্থকেরা আর জুঙ্গুরদী বাসস্ট্যান্ডের কাছে শামা ওবায়েদের লোকজন অবস্থান নেন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাবুলের কয়েকজন সমর্থক আহত হন। পরে শামার লোকজন বাবুলের সমর্থক নগরকান্দা বাজারের লঞ্চঘাটা এলাকায় অবস্থিত জাকির হোসেনের চাল ও গ্যাস সিলিন্ডারের দোকান ভাঙচুর করেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে বাবুলের সমর্থক ছাগলদী এলাকার কবির ভূঁইয়া একটি ভ্যানে করে বাবুলের জনসভায় যোগ দেওয়ার জন্য নগরকান্দা বাজারের দিকে আসছিলেন। ভ্যানটি ছাগলদী সেতুর ঢালে পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।  

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় কবিরের বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক মো. জাহাঙ্গীর আলম।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসএএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।