ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরশুরামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
পরশুরামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু  প্রতীকী ফটো

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার পৌর এলাকার উত্তর কোলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে ডুবে নাহিদা আক্তার নুপুর (১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের নাসিম উদ্দিনের মেয়ে।

অপরদিকে পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরাজ হাবিব তাসিফ (২) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।  

নিহত শিশুর পরিবার জানায়, ঘটনার সময় শিশুর মা ও পরিবারের সদস্যরা বাড়িতে তরকারি কাটার সময় অসাবধানতাবশত শিশুটি হাঁটতে হাঁটতে ঘরের পেছনের পুকুর পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সে উত্তর গুথুমা গ্রামের দুবাই প্রবাসী আলী আহাম্মদের ছেলে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই দুটি শিশু মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।