ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ রাখা হতো মেট্রোরেল চলাচল। তবে এখন থেকে প্রতি শুক্রবার চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি আরও বলেন, সপ্তাহের প্রতিদিন মেট্রোরেল চালানোর জনপ্রত্যাশা ছিল। এই জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে আমরা আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে মেট্রোরেলের কার্যক্রম শুরু করব। এর মাধ্যমেই আমাদের সপ্তাহের সাত দিনের মেট্রোরেলের যাত্রা শুরু হচ্ছে।

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং বিকাল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে মেট্রো চলাচল করবে। দুই রুটেই ১২ মিনিট পর পর চলাচল করবে। এদিন মোট ৬০টি ট্রিপ চলাচল করবে। অন্যান্য দিন আগের মতো ১৯৮টি ট্রিপ চলবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসসি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।