ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পোশাক খাতে অস্থিরতা, গ্রেপ্তার ৫

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
পোশাক খাতে অস্থিরতা, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা): দেশের শিল্পাঞ্চলগুলোতে গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গার্মেন্টস ভাঙচুরসহ সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এসব তথ্য  =নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার ধামরাইল থানার মোকামটুলা গ্রামের মো. লাবু খানের ছেলে মো. হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত দুর্জন মোল্লার ছেলে মো. আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে মো. আজাহারুল ইসলাম (৪২), লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম (২৮) ও  আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্ন ভাবে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনরত শ্রমিকদের মাধ্যমে উসকানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুর করে। একই সঙ্গে মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুড়িয়ে অপূরণীয় ক্ষতি সাধন করে। আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটায় তারা। এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোরভাবে দমনসহ আইনের আওতায় আনতে আশুলিয়া থানাপুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর বলেন, পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।