ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদক উদ্ধারের অভিযানে বাস থেকে মিলল ৪২ রাউন্ড গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
মাদক উদ্ধারের অভিযানে বাস থেকে মিলল ৪২ রাউন্ড গুলি

বরিশাল: বরিশালে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ অভিযান করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসস্ট্যান্ডে এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। তখন বাসের একটি আসনের ওপর ব্যাগ পড়ে থাকতে দেখেন বাসের সুপারভাইজার। তবে তিনি ব্যাগের মালিককে সন্ধান করে পাননি। পরে ব্যাগ খুলে একটি বক্স দেখতে পান। বক্সটি খুলে গুলি পাওয়া যায়।  

সহকারী পরিচালক বলেন, ব্যাগের মধ্যে বাক্স ছাড়াও একটি খালি ম্যাগাজিন, কিছু কাপড়, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানানো হয়। তারা এলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাকির সিকদার বলেন, কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জিডি করা হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।