ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতি‌যো‌গিতা করতে গিয়ে বসত ঘ‌রে ঢুকে পড়ল বাস, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
প্রতি‌যো‌গিতা করতে গিয়ে বসত ঘ‌রে ঢুকে পড়ল বাস, নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপু‌রে প্রতি‌যো‌গিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসতঘ‌রে ঢুকে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হ‌য়ে‌ছেন অন্তত ১০ জন।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চলিক মহাসড়ক কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।  পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হি দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাসটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারীকে চাপা দি‌য়ে বসত ঘরে ঢুকে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছে‌লের বউ সহ বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনাকবলিত ঘরের মা‌লিক সোলায়মা‌নের ছে‌লের বউ শার‌মিন আক্তার ব‌লেন, ঘরে ঘু‌মি‌য়ে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘরের মধ্যে গা‌ড়ির মাথা। এসময় আমি ঘরে আটকে পড়‌লে স্থানীয়রা এসে উদ্ধার ক‌রে। এছাড়া পা‌শের ঘ‌র ভেঙে আমার শাশুড়ি আহত হ‌য়ে‌ছেন। আমার ছেলে-মেয়ে দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পে‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। শুনেছি একজন নিহত ও কয়েকজন বাসের যাত্রী আহত হ‌য়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।