ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেড়াইদেরচালা এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার ঝুট নিতে কারখানা কর্তৃপক্ষ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশকে ওয়ার্ক অর্ডার প্রদান করে। বুধবার কারখানা থেকে গাড়িতে ঝুট লোড করছিল যুবদল নেতা পলাশ। এ খবর পেয়ে জেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ঝুটবোঝাই গাড়ি আটক করতে কারখানার সামনে অবস্থান নেয়। পরে যুবদল নেতা পলাশের নেতৃত্বে যুবদলের কর্মী সমর্থকরা কারখানার গেটে যায়। একপর্যায়ে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যুবদল নেতা পলাশ বলেন, ঝুট আনতে কারখানায় দুটি পিকআপ পাঠাই। পরে জেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর করে। এ সময় ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করে।

কৃষকদলের নেতা আবুল কালাম আজাদ বলেন, আমি সকাল থেকে ঢাকায় অবস্থান করছি। কারখানা থেকে ঝুট বের করা নিয়ে ঝামেলা হচ্ছে। আর সেখানে আমার নাম ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।